১নং-
কোন সাবালিকা মেয়ের বিবাহ হতে দেরী হলে, তার জন্য নিম্নোক্ত তাবিজটি লিখে মাদুলীতে ভরে মেয়ের গলায় বেঁধে দিলে আল্লাহর রহমতে শীঘ্র বিবহি হবে।
٧٨٦
٢٥٣٣٠ | ٢٥٣٤٣ | ٢٥٣٤٠ | ٢٥٣٣٧ |
٢٥٣٤١ | ٢٥٣٣٦ | ٢٥٣٣١ | ٢٥٣٤٢ |
٢٥٣٥٠ | ٢٥٣٣٨ | ٢٥٣٤٥ | ٢٥٣٣٢ |
২নং-
يَا شَكُوْرُ (ইয়া শাকুরু) এই নাম মোবারক কন্যা দায়গ্রস্থ পিতা সুর্যাস্তের সময় আকাশের দিকে মুখ করে ২১ বার করে ৭ দিন পাঠ করবে।
৩নং-
কোন প্রাপ্ত বয়ক্ত যুবক বা যুবতীর যথা সময়ে বিবাহ না হলে নিম্নোক্ত আয়াত তাবিজ বানিয়ে গলায় ব্যবহার করালে দ্রুত তার বিবাহ হবে এবং নেককার সাথী লাভ করবে ইনশাআল্লাহ।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ- طٰس – تِلْكَ آيَاتُ الْقُرْآنِ وَكِتَابٍ مُّبِينٍ-
(সূরাঃ নামল, আয়াত- ১)
৪নং-
কোন মেয়ের বিবাহ না হলে উপরোক্ত আয়াত লিখে তার গলায় দিলে খুব তাড়াতাড়ি পুণ্যবান ছেলের সাথে তার বিবাহ হবে ইনশাআল্লাহ।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ- حم – عسق – كَذٰلِكَ يُوحِي إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ اللَّهُ الْعَزِيزُ الْحَكِيمُ-
(সূরাঃ শুরা, আয়াতঃ ১-৩)
জোর জবরদস্তি বা অবৈধ বিবাহ বন্ধ করার তদবীর
জোর জবরদস্তি বা অবৈধ বিবাহ বন্ধ করতে হলে নিচের তাবিজটি কাকড়ার ভিজা মাটিতে লিখে তা আগুনে গরম করবে। এভাবে সাতদিন করলে এ বিবাহ আদৌ সংঘটিত হতে পারবে না।
٧٨٦
١٣١٦ |
١٣٣٠ |
٢٣٢٧ |
٢٣٢٣ |
٢٣٢٨ |
١٣٦٢ |
١٣١٧ |
١٣٢٩ |
١٣٢١ |
١٣٢٥ |
١٣٣٢ |
١٣١٨ |
١٣٣١ |
١٣١٩ |
١٣٢٠ |
١٣٢٦ |
সৎ স্ত্রী লাভ ও ব্যভিচার হতে আত্মরক্ষা করার তদবীর
অবিবাহিত থাকাকালীন নিজের আত্ম-সংযম রক্ষা এবং ব্যভিচারে লিপ্ত হওয়া থেকে বেচে থাকবার জন্য সৎ এবং নেককার স্ত্রী লাভের উদ্দেশ্যে নিম্নের আয়াতে পাকের তাবিজটি জুমআর দিন বাদ জুমআ লিখে ডান হাতের বাজুতে ধারণ করবে। খোদার মরজি সে কখনো অসৎ কাজের দিকে প্রলুব্ধ হবে না এবং এ প্রকার সংযমের বদৌলতে আল্লাহ পাক তাকে সুশ্রী এবং সৎ স্ত্রী দান করবেন।
نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَىٰ-
বিবাহে রাজী করানোর তদবীর
যে মেয়ে বিবাহ বসতে রাজী হয না অথচ তার বিয়ের বসয় উত্তীর্ণ হয়ে গেছে। এমন কোন কারণও নেই যার জন্যে সে বিবাহে রাজী না হতে পারে। এমন পরিস্থিতির উদ্ভব হলে নিচের তাবিজটি জাফরান দিয়ে লিখে ঐ মেয়ের গলায় বেঁধে দিবে।
٧٨٦
و و و و و |
وادن فى الناس بالحج ياكو كوجلا |
وعلى كل ضامر ياثبن من كل فج عميق |
يشهد وا منا فع لهم |
Leave a Reply