বিচারককে বাধ্য করা
যে কোন ব্যক্তি বিসমিল্লাহসহ একুশবার সূরা ফাতেহা পাঠ করে বিচারকের সামনে উপস্থিত হলে, সে বিচারক অতিশয় দয়াপরবশ হয়ে বিচার প্রার্থীর উপর সদয় ব্যবহার করবে।
মামলা মিমাংসার তদবীর
يَا غَفَّارُ (ইয়া গাফ্ফারু) এই পবিত্র নাম যোহরের নামাযের পর ৩০০ বার পাঠ করে মীমাংসার জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ মীমাংসা হবে।
জেল থেকে মুক্তির তদবীর
১নং-
তাবিজ বানিয়ে সঙ্গে রাখবে
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ- طٰس – تِلْكَ آيَاتُ الْقُرْآنِ وَكِتَابٍ مُّبِينٍ-
(সূরাঃ নামল, আয়াত- ১)
২নং-
বাহুতে বেঁধে দিলে কয়েদী মুক্তি লাভ করবে।
٧٨٦
٨ح |
١١ |
٦ |
ج |
ه |
ز |
٣ |
٥ |
٧ |
د |
ط |
ب |
٤ |
٩ |
٢ |
৩নং-
মেশক জাফরানের কালি দ্বারা লিখে সঙ্গে ধারণ করলে আল্লাহর হুকুমে তাড়াতাড়ি মুক্তি পাবে। মুক্তি পাওয়ার পর এ তাবিজ নদীতে ফেলে দিবে।
٧٨٦
٧ |
٣ |
٨ |
٢ |
٠ |
ع |
م |
و٧ |
صرع |
Leave a Reply