ই, উ, ঋ, এ, ঔ

১নং-
জমিতে ইঁদুরের উপদ্রব বেশি হলে। জমির চার দিকে দশবার করে মোট চল্লিশবার সূরা ফাতেহা পড়ে দম করবে। ইনশাআল্লাহ ইঁদুর পালিয়ে যাবে

২নং-
তিন বার সূরা ইয়াছিন পাঠ করে বালুর উপর দম করে ঐ বালু সমস্ত জমিতে ছড়িয়ে দিবে।

৩নং-
ঘর থেকে ইঁদুর তাড়ানোর তদবীর
ঘরে ইঁদুরের উৎপাত বেশি হলে বা বেশি সংখ্যায় ইঁদুর থাকলে তার প্রতিবিধান স্বরূপ নিচের তাবিজটি জাফরান দ্বারা লিখে ঘরের চার কোণে পুঁতে রাখলে সে ঘরে আর ইঁদুর উৎপাত করবে না।

٧٨٦

٢

٩

ع

ى

ه

٣

٦

ر

٨

১নং-
স্বামী বা উপরস্থ লোকদের মন নরম করা

يَا مَانِعُ (ইয়া মানিয়ু) এই পবিত্র নাম ২১ বার পাঠ করে মনিব, স্বামী বা উপরস্থ কর্মকর্তাদের অদৃশ্যে তাদের গায়ে ফুঁক দিলে তাহাদের মন নরম হবে এবং তারা নারাজ থাকবে না।



২নং-

নিম্নের আয়াত পাঠ করে নিজের উপর সাত বার ফুঁক দিয়ে মন্ত্রী, উচ্চপদস্থ ব্যক্তি বা গুরুজনের সামনে গেলে সে যত বড় অপরাধীই হোক না কেন মন্ত্রী, উচ্চপদস্থ ব্যক্তি বা গুরুজন তার উপর মেহেরবাণ হবে।


سَلَمٌ قَوْلًا مِّنْ رَّبٍّ رَّحِيْمٍ- وَامْتَازُوْ الْيَوْمَ اَيُّهَا الْمُجْرِمُوْنَ-

১নং-

يَا شَكُوْرُ (ইয়া শাকুরু) এই নাম মোবারক ঋনগ্রস্থ ব্যক্তি সুর্যাস্তের সময় আকাশের দিকে মুখ করে ২১ বার করে ৭ দিন পাঠ করবে।


২নং-
( তাবিজ বানিয়ে সঙ্গে রাখবে)

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ- طٰس – تِلْكَ آيَاتُ الْقُرْآنِ وَكِتَابٍ مُّبِينٍ-

(সূরাঃ নামল, আয়াত- ১)

একশিরা রোগের জন্য নিচের আয়াত ৭০ বার পড়ে সরিষার তেলে দম করবে। অতঃপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করে তাকে ফুঁক দিয়ে সে তেল অণ্ডকোষে মালিশ করবে।


وَنُنَزِّلُ مِنَ الْقُرْاٰنِ مَا هُوَ شِفاءٌ وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِيْن-

উচ্চারণঃ ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মাহুয়া শিফায়ু ওয়া রাহমাতুল্লিল মু’মিনীন।
সূরা তারেক (পারা ৩০) পড়ে ঔষধে ফুঁক দিলে তার অপকারিতার ভয় থাকেনা।

Categories

Most Popular

error: Content is protected !!