স্বামী-স্ত্রী সংশ্লিষ্ট তদবীর

স্বামী-স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ানোর তদবীর

১নং-

اَلْكَبِيْرُ (আল কাবিরু) এই পবিত্র নামটি পাঠ করিয়া খাদ্য-দ্রব্যের উপর ফুঁক দিয়া স্বামী-স্ত্রী খাইলে উভয়ের মধ্যে প্রেম বন্ধন দৃঢ় হবে।

 

২নং-

যদি স্বামী-স্ত্রীর মধ্যে ভালবাসা না থাকে এবং উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকে। তাহলে নিচের তাবীজটি লিখে কোন গাছে ঝুলায়ে রাখবে।

 

ياولى ياولى ياولى

عورت اور مرد كا نام

 

ياولى ياولى ياولى

 

৩নং-

নকশাটি লিখে গুলিয়ে পান করাবে। ইনশাআল্লাহ উভয়ের মধ্যে ভালবাসা সৃষ্টি হবে। এ আমলটি পর পর সাতদিন করতে হবে।

ياحنان يامنان ياديان بحق يا الله-

 

স্বামী-স্ত্রীর মধ্যকার মনোমালিন্য দূর করার তদবীর

১নং-

اَلْوَدُوْدُ (আল ওয়াদুদু) খাদ্য দ্রব্যের উপর ফুঁক দিয়া স্বামী-স্ত্রী উভয়কে খাওয়াবে।

 

২নং-

স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে অথবা ঝগড়া হলে বৃহস্পতিবার দিন নিন্মোলিখিত তাবিজ ধারণ করলে উভয়ের মধ্যে গভীর ভালবাসা জন্মিবে।

 

٧٨٦

لا حول

ولاقوة

الا بالله

العلى

العظيم

تجفد

العب

سر

هيا

وجو

هم

ع

س

ق

١٠

١

على حب فلان بين فلان

 

৩নং-

স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ অথবা মনোমালিণ্য দেখা দিলে নিচের তাবিজটি কাগজে লিখে তা পানি দ্বারা ধৌত করে উভয়কে পান করাবে।

 

٧٨٦

٦١٦٥٥

٦١٦٤٧

٦١٦٥٣

٦١٦٥٠

٦١٦٥٢

٦١٦٥٤

٦١٦٥١

٦١٦٥٢

٦١٦٤٩

 

স্বামী বা উপরস্থ লোকদের মন নরম করা

يَا مَانِعُ (ইয়া মানিয়ু) এই পবিত্র নাম ২১ বার পাঠ করে মনিব, স্বামী বা উপরস্থ কর্মকর্তাদের অদৃশ্যে তাদের গায়ে ফুঁক দিলে তাহাদের মন নরম হবে এবং তারা নারাজ থাকবে না।

 

বদমেজাজি স্বামীর রাগ কমাইবার তদবীর

يَا غَفُوْرُ (ইয়া গাফুরু) এই পবিত্র নাম খাদ্য দ্রব্য খাওয়ানোর সময় খাদ্যের মধ্যে ৭ বার পাঠ করে ফুঁক দিয়ে খাওয়াবে।

 

স্বামীকে বাধ্য করার তদবীর

১নং-

يَا عَظِيْمُ (ইয়া আজিমু) এই পবিত্র নাম মোবারক সুর্যোদয়ের সময় ১০০০ বার পাঠ করবে। ইনশাআল্লাহ স্বামী অনাদৃতা রমনীর স্বামী তার প্রতি সহানুভূতিশীল হবে।

 

২নং-

يَا وَدُوْدُ (ইয়া ওয়াদুদ) এই নাম মোবারক তিন হাজার বার পাঠ করে আতরের উপর ফুঁক দিয়ে উক্ত আতর গায়ে মেখে মেলামেশা করবে। তাহলে স্বামী তাকে অত্যন্ত মহব্বত করবে।

 

৩নং-

যে স্ত্রী, স্বামীর অনাদরে বা অবহেলায় পিত্রালয়ে পড়ে থাকে, স্বামী তার কোন খোঁজ খবর নেয় না। তবে সেই স্ত্রী প্রত্যেকদিন প্রতি ওয়াক্ত নামাজ শেষে জায়নামাজ বা বিছানা উঠানোর সময় স্বামীর চেহারা স্মরণ করে يَا اَوَّلُ ( ইয়া আউয়ালু) এই নাম মোবারক ৩ বার পাঠ করবে। ইনশাআল্লাহ অতি অল্প দিনের মধ্যেই স্বামী তার খোঁজ খবর নিতে ও তাকে পাশে রাখতে বাধ্য হবে।

 

৪নং-

তাবিজটি লিখে স্ত্রীর হাতে বাধঁবে। যে মাসের চাঁদ রবিবারে উঠে, সেই রবিবারে এ তাবিজটি লিখবে।

 

٧٨٦

٥

٢

٧

ع

و

ى

٨

ط

ى ه

ن

٢

١

فلان ابن فلان على فلان بنت فلان

 

৫নং-

নিন্মোক্ত তাবিজটি লিখিয়া উহা ধুইয়া পানি স্বামীকে পান করাইবে এবং স্ত্রীর বাজুতে বেঁধে দিবে। আল্লাহর রহমতে স্বামী-স্ত্রীর মধ্যে গভীর ভালবাসা জন্মাইব।

 

٧٨٦

ك

ن

ز

م

العجل

العجل

العجل

العجل

حب

فلان

بن

فلان

على

فلانة

بنت

فلانة

خ

ف

ى

ه

 

৬নং-

যে স্ত্রীর স্বামী সর্বদা তার প্রতি অসন্তুষ্ট থাকে বা অত্যাচার করে, সে স্ত্রী নিম্নলিখিত আয়াতটি সাতবার পাঠ করে কোন মিষ্টি দ্রব্যের উপর সাতবার ফুক দিয়ে স্বামীকে খাওয়ালে স্বামী তার বাধ্য ও অনুগত হবে এবং তাকে ভালবাসবে।

وَمِنَ النَّاسِ مَنْ يَّتَّخِذُ مِنْ دُوْنِ اللهِ اَنْدَادًا يُّحِبُّوْنَهُمْ كَحُبِّ اللهِ- وَالَّذِيْنَ اٰمَنُوْا اَشَدُّ حُبًّا لِّلهِ- وَلَوْيَرَى الَّذِيْنَ ظَلَمُوْا اِذْ يَرَوْنَ الْعَذَابِ- اَنَّ الْقُوَّةَ لِلهِ جَمِيْعًا – وَّاَنَّ اللهَ شَدِيْدُ الْعَذَابِ-

উচ্চারণঃ ওয়া মিনান্নাসি মাইইয়াত্তাখিযু মিন দূনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কা-হুব্বিল্লাহি, ওয়াল্লাযীনা আমানূ আশাদ্দু হুব্বাল লিল্লাহি ওয়া লাও ইয়ারাল্লাযীনা যলামু ইয ইয়ারাওনাল আযাবা আন্নাল কুওওয়াতা লিল্লাহি জামীয়াওঁ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব।

 

৭নং-

যে স্ত্রীর স্বামী তার স্ত্রীকে ভাল না বাসে বরং সর্বদা অত্যাচার করে, সে স্ত্রীলোক বৃহস্পতিবার রোযা রেখে সন্ধ্যায় ইফতার করার পর নিচের তাবীজটি লিখে গলায় ধারণ করলে বিশেষ উপকার হবে এবং তার স্বামী তাকে আর অত্যাচার করবে না।

 

٧٨٦

٤١

١١

٢٧

١٠

١١

٧١

٦

١٩

٣

٣٢

٩

٨٠

٧٧

٩

٢١

٣

 

৮নং-

নিচের নকশাটি দুই টুকরা কাগজে লিখে একটি পানিতে ধুয়ে উক্ত পানি স্বামীকে পান করাবে এবং অপরটি মাদুলিতে ভরে স্ত্রীর হাতে বেধেঁ দিবে। আল্লাহর রহমতে উভয়ের মধ্যে গভীর ভালবাসা তৈরি হবে।

 

٧٨٦

١

١٤

١١

٨

١٢

٧

٢

١٣

٦

٩

١٦

٣

١٥

٤

٥

١٠

 

৯নং-

স্বামীকে স্ত্রীর বাধ্যগত রাখিবার জন্য নিন্মোক্ত তাবিজটি কাগজে লিখে মাদুলিতে ভরে মাটিতে গেড়ে রাখবে।

 

٧٨٦

٢

٧

٦

الحب فلان بن فلان

٤

٣

٨

٩

٥

١

على حب

٩

٥

١

٤

٣

٨

فلان بن فلان

٦

٧

٦

 

১০নং-

যদি কোন মহিলার স্বামী তাকে মার পিট ও গালি গালাজ করে তবে নিম্নোলিখিত তাবিজটি সোমবার ফজর নামাজের পর লিখে কোন এক বনের মধ্যে মাটির উপর রেখে তার উপরে ছাই দিয়ে ঢেকে দিবে তারপর জুতা দিয়ে তিন বার বাড়ি মারবে। আল্লাহর রহমতে দুই তিন দিনের মধ্যে স্বামী আর ঐরূপ করবে না।

 

٧٨٦

٥

٣

٣٠

٣٢٣

٤٦٢

٢٤٧

٣

٢

١

٨

٣٤٤

٣٤٩

٣٤٨

٣٤٥

٥

٤

 

স্ত্রীকে বাধ্য করার তদবীর

 

১নং

স্ত্রীকে বাধ্য করার জন্য নিচের দোয়াটি কাগজে লিখে তাবিজ বানিয়ে নিজের সঙ্গে রাখবে।

بسم الله الرحمن الرحيم-

قل ان الفضل بيد الله يؤتيه من يشاء- والله ذو الفضل العطيم-

 

২নং

নিম্নলিখিত তাবিজটি লিখে কাগজে লিখে স্ত্রীর গলায় বেঁধে দিবে। আল্লাহর রহমতে স্ত্রী তার স্বামীকে অত্যাধিক মহব্বত করবে।

 

٧٨٦

وانه

لحب

الخير

لشديد

الخير

لشديد

وانه

لحب

لشديد

لحب

الخير

وانه

لحب

وانه

لشديد

الخير

 

পরমুখী স্বামী বা স্ত্রীকে ফিরানোর তদবীর

 

১নং-

যদি কোন স্ত্রী বা স্বামী কোন খারাপ লোকের সাথে আসা যাওয়া করতে থাকে, তাহলে এক হাজার এক বার নিম্নের আয়াতটি পাঠ করে পানি কিংবা খাবার জিনিসের উপর ফুঁক ‍দিয়ে খাওয়াবে। এরূপ ১১ দিন করবে।ইনশাআল্লাহ ঐ প্রকৃতির লোকের সাথে মেলা-মেশা রাখবে না, তাদের কথা শুনলে বিরক্ত হবে।

قُل لَّا يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ ۚ فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ

উচ্চারণঃ ক্বুল লা ইয়াসতাবিল খাবিসু ওয়াত তায়্যিুবু ওয়া লাও আজাবাকা কাছরাতুল খাবিসি ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব।(সূরাঃ মায়িদা, আয়াত- ১০০)

 

২নং-

যদি কারো স্বামী অবৈধ প্রেমে মত্ত বেশ্যাসক্ত হয়ে নিজ স্ত্রীর সহিত ভাল ব্যবহার না করে, তাহা হলে নিন্মোক্ত তাবিজটি লিখে স্বামীর ডান হাতে বাঁধবে। আল্লাহর ফজলে অবৈধ প্রেম ও বেশ্যাসক্তি দিল হতে উঠে যাবে।

 

٧٨٦

اللحعرعع م ١١٦ ح اردو

 

 

স্ত্রী পালিয়ে গেলে

যদি কারো স্ত্রী স্বামীর বাড়ী হতে পালিয়ে যায়, তা হলে নিম্নের তাবিজটি জঙ্গলের মাটিতে পুঁতে রাখবে। ইনশাআল্লাহ স্ত্রী ফিরে আসবে।

 

٧٨٦

٠ج٣ ٠ ج٣٠ ج٣٠

 

Most Popular

Categories

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!