যৌন সমস্যার তদবীর

যৌন শক্তি বৃদ্ধির তদবীর

নিম্নলিখিত আয়াতদ্বয় মেশক জাফরান কালি দ্বারা লিখে পানি দ্বারা ধৌত করে স্ত্রীকে পান করালে এবং নিজে পান করলে উভয়ের যৌন শক্তি অধিক পরিমানে বৃদ্ধি পাবে।

১ম আয়াতঃ

وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بايد وانا لموسعون-

২য় আয়াতঃ

والارض فرشناها فنعم الماهدون-

 

দ্রুত বীর্যপাত বন্ধের তদবীর

দ্রুত বীর্যপাত বন্ধের জন্য নিম্নের তাবিজটি কোমরে দিবে।

الله موز وتجارات

موه اره ووواعه

 

ধ্বজভঙ্গ ও প্রমেহ রোগ

প্রত্যেহ গোসলের পর কিছু পানি নিয়ে নিন্মোক্ত আয়াত শরীফ তিনবার পাঠ করে ঐ পানিতে ফুঁক দিয়ে সেটা পান করবে।

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِسَاءِ وَالْبَنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَرْثِ – ذٰلِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا – وَاللهُ عِنْدَهُ حُسْنُ الْمَاٰبِ-

উচ্চারণঃ যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানীনা ওয়াল ক্বানাত্বীরিল মুকানত্বারাতি মিনায যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনয়ামি ওয়াল হারছ। যালিকা মাতাউল হাইওয়াতাদ দুনইয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব।

 

পুরুষত্বহীন বা মর্দামী শক্তির তদবীর

কোন পুরুষের পুরুষত্ব শক্তি কমে গেলে বা রহিত হয়ে গেলে নিন্মোক্ত তাবিজটি মাদুলিতে ভরে কোমরে দিবে।

 

٧٨٦

ما

ن

ن

و

ص

د

د

ما

ع

ى

و

س

ع

هـ

ن

م

 

সঙ্গমশক্তি বৃদ্ধির তদবীর

এক ব্যক্তি বিবাহ করিয়া স্ত্রী সঙ্গমে ব্যর্থ হলে, হযরত হাসান বছরী (রাঃ) দুইটি ডিম সিদ্ধ করিয়া উপরের খোসা ছাড়িয়ে একটি ডিমের উপর নিচের ১নং আয়াতটি এবং অপর ডিমটির উপর ২নং আয়াতটি লিখলেন। অতঃপর ১নং আয়াত লিখিত ডিমটি স্বামীকে ও ২নং আয়াত লিখিত ডিমটি স্ত্রীকে খাইতে দিলেন।এতে স্বামীর অক্ষমতা দূর হয়েছিল।

(১)

وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ –

(২)

وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ-

(সূরাঃ জারিয়্যাহ, আয়াত- ৪৭,৪৮)

Most Popular

Categories

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!