১নং-
নিচের আয়াত ললাটে লিখে দিবে।

بسم الله الرحمن الرحيم- لكل نباء مستقر وسوف تعلمون-


২নং-

বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা ৩বার পাঠ করে রোগীর নাকের উপর দম করবে।



৩নং-

খাঁটি সরিষার তৈল নাকের ভিতরে দিলে বা নাক দ্বারা টেনে নাকের ভিতর নিলে নাক পরিস্কার হবে এবং রক্ত পড়া বন্ধ হবে।

১নং-

নাভী স্থানাচ্যুত হলে সুরা ফাতিহার তাবিজ লিখে নাভীর স্থলে ধারণ করবে।


২নং-

নাভী স্থানাচ্যুত হলে বা নাভীর ব্যাথা নিরাময়ের জন্য নীচের তাবিজটি নাভীর উপর বেঁধে রাখবে।


٧٨٦

١

١٤

١١

٨

١٢

٧

٢

١٣

٦

٩

١٢

٣

١٥

٤

٥

١٠

১নং-

কোন লোকের চাকর বা সন্তান কিম্বা কোন জীর জন্তু নিখোজ হলে ফজর নামযের পর একচল্লিশ বার বিসমিল্লাহির রাহমানির রাহীম পাঠ করবে। আল্লাহর রহমতে পলাতক ফিরে আসবে।


২নং-

যদি ঘরের কোন লোক হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায় এবং তাদের কোন খোজ খবর না পাওয়া যায় তবে সোমবার দিবাগত রাতে নিচের তাবিজটি লিখে সকল ঘরে তার ধূঁয়া দিবে এবং অন্য একটি কাগজে লিখে বিবি গাছের সাথে বেঁধে দিবে। ইনশা আল্লাহ ঐ সপ্তাহের মধ্যেই নিরুদ্দেশ ব্যক্তি ফিরে আসবে অথবা তার সন্ধান লাভ করবে।


٧٨٦

١٣١٦

١٣٣٠

٢٣٢٧

٢٣٢٣

٢٣٢٨

١٣٦٢

١٣١٧

١٣٢٩

١٣٢١

١٣٢٥

١٣٣٢

١٣١٨

١٣٣١

١٣١٩

١٣٢٠

١٣٢٦



৩নং-

নিম্নলিখিত তাবিজটি গাছের সঙ্গে বেঁধে দিলে পলাতক বা হারানো ব্যক্তি ইনশাআল্লাহ ফিরে আসবে।


٧٨٦

٢٤٢

٢٥٥

٢٥٢

٢٤٩

٢٥٣

٢٤٨

٢٤٣

٢٥٥

٢٤٧

٢٥٠

٢٥٧

٢٤٤

٢٥٦

٢٤٥

٢٤٦

٢٥١


অপহৃত ছেলে মেয়েকে ফিরে পাওয়ার তদবীর

নিম্নের তাবিজটি কাগজে লিখে উচুঁ গাছের ডালে ঝুলিয়ে দিবে। ইনশা আল্লাহ ছেলে মেয়ে সহিহ সালামতে ঘরে প্রত্যাবর্তন করবে নতুবা তার সন্ধান পাবে।

বি:দ্র: নিচের বক্সের মধ্যে ডান পাশের উপরের কর্ণার থেকে বাম পাশের নীচের কর্ণার পর্যন্ত এবং বাম পাশের উপরের কর্ণ ার থেকে ডান পাশের নীচের কর্ণার পর্যন্ত ক্রস চিহ্নের মত একে দিতে হবে।


এখানে মায়ের নাম লিখবে

٧٨٦

يا محصى يا محصى





يا محصى يا محصى

এখানে সন্তানের নাম

নির্বাচনের তারিখের সাতদিন পূর্ব হতে নির্বাচনের দিন পর্যন্ত এশার নামাযের পর يَا مُعِذُّ (ইয়া মুয়িজ্জু) পাঁচশত বার পাঠ করবে এবং নির্বাচনের দিন ফজরের নামাযের পর নিচের তাবিজটি লিখে তাবিজ বানিয়ে মাথায় চুলের মধ্যে বেঁধে রাখতে হবে।ইনশাআল্লাহ নির্বাচনে জয় লাভ করবে।

٧٨٦

٠٩ح

٨٠

٣

٦٩

٦

٥

٣٩

٦

٦٧

١

ز

٤٢

٨

٤١

٦٧

م

নৌকা ও জাহাজে আরোহন করে নিম্নের আয়াত পাঠ করলে সকল বিপদ হতে নৌকা বা জাহাজ হেফাজতে থাকে।

فَإِذَا اسْتَوَيْتَ أَنتَ وَمَن مَّعَكَ عَلَى الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ- وَقُل رَّبِّ أَنزِلْنِي مُنزَلًا مُّبَارَكًا وَأَنتَ خَيْرُ الْمُنزِلِينَ-

নিম্নোক্ত আয়াত লিখে তাবিজ বানিয়ে সঙ্গে ধারণ করলে আল্লাহর রহমতে সে নদীতে কখনো নিমজ্জিত হবে না। নদীতে পড়ে গেলেও নিরাপদে তীরে পৌঁছবে।

ن – وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ- مَا أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ – وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ – وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ-

Categories

Most Popular

error: Content is protected !!